পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে উদযাপিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান, যা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়। পিরোজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।
বক্তারা বলেন, “জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটকালে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন, তাদের অবদান স্মরণীয় করে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং তাদের অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য এনে দেয়।