মোঃ জাহাঙ্গীর আলম:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সভা করেছেন।
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার হোসেন।
সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জেলা কমিটি অনুমোদন দিয়েছে, যা বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি অবমাননার শামিল।
বক্তব্য রাখেন যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, হযরত আলী সেলিম, শরফুদ্দিন উদ্দিন নুরু, আবুল হাশেম মাস্টার, আব্দুল হামিদ দারোগা, গোবিন্দ চন্দ্র সাহা, মোঃ নাসির উদ্দিন, মোঃ মোসলেম উদ্দিন খান এবং মুক্তিযোদ্ধা লোকমান হোসেনসহ আরও অনেকে।
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান বলেন, “কোনো যাচাই-বাছাই ছাড়াই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যা মানিকগঞ্জের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছে। অবিলম্বে এই কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি আহ্বান জানাই।”
অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া বলেন, “প্রয়োজনে বুক পেতে দেব, তবু এই কমিটি মেনে নেব না।”
বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন উদ্দিন নুরু বলেন, “আমাকে অবগত না করে কমিটিতে রাখা হয়েছে, আমি কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ জানাই।”
সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার বলেন, “এ কমিটি আমরা মানি না। অবিলম্বে বাতিলের দাবি জানাই এবং আমার নাম অনুমোদিত কমিটির তালিকা থেকে প্রত্যাহার করছি।”
প্রতিবাদ সভার শেষে শতাধিক বীর মুক্তিযোদ্ধা একযোগে ঘোষণা দেন, “কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে ঢাকায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে গিয়েও প্রতিবাদ জানানো হবে।”