স্বাধীন সংবাদ ডেস্ক:
রাজধানীর শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি নতুন মব তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাশেদ খান বলেন, “যতোটুকু তথ্য পেলাম, আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা এই কাজটা করছে, তা অনুমান করার চেষ্টা করুন।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারাদেশে তো কোটি কোটি মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। শাহবাগে এই অল্প সংখ্যক মানুষ দিয়ে আন্দোলনের নামে যদি মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমতের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলমান, সেখানে এমন মব মব খেলা কেন? সরকার ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে জানিয়েছে। তখন শাহবাগ অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত করা মানে স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা।”
রাশেদ খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশে আরেকটি ১/১১ সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা রুখে দেবে, ইনশাআল্লাহ। পরিস্থিতি ঘোলাটে করে কেউ যদি রাজনৈতিক ফায়দা নিতে চায়, সেটির চূড়ান্ত লাভ পাবে আওয়ামী লীগ। তাই সবাইকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা করতে হবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে।”
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন চাই। আগাম কিছু করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার কোনো দরকার নেই।”
এই মন্তব্যের মাধ্যমে গণঅধিকার পরিষদ স্পষ্ট করেছে যে, তারা ‘জুলাই যোদ্ধা’ নামের স্বাধীন কোনো আন্দোলন বা মবের পেছনে নেই, বরং এটি বিভ্রান্তি ও বিভাজন তৈরির অপচেষ্টা বলে তারা মনে করছে।