আব্দুর রশিদ, সাতক্ষীরা:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই (বুধবার) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল শ্যামনগরের মাউন্দে নদীসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।
আভিযানিক দল তখন আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দিয়ে বনের ভেতর পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, সুন্দরবনের নিরাপত্তা ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।