৩০ লাখ টাকা যৌতুক না দেয়ায় বর্বর নির্যাতনের শিকার ফারহানা: স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা

মতিয়ার রহমান, টাঙ্গাইল:

৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় টাঙ্গাইলের কালিহাতীতে ফারহানা ফারিহা ওরফে কাজল (২২) নামের এক গৃহবধূ স্বামী ও তার পরিবারের চরম নির্যাতনের শিকার হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শাকিন রেজিস্ট্রি পাড়ার একটি ভাড়া বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফারহানা এই অভিযোগ করেন।

তিনি জানান, গত ১৩ জুলাই রাতে কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামে স্বামী শওকত হোসেন তালুকদার ওরফে ঠান্ডু, ভাসুর মমিন তালুকদার এবং জা আকলিমা মিলে তাকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় এবং দুটি ব্ল্যাংক চেক (নং এমএসডব্লিউ ৩৭৮২৩৩৬ ও ৩৭৮২৩৩৭) আত্মসাৎ করা হয়।

পরে খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরদিন (১৪ জুলাই) তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং দুই দিন চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলনে ফারহানা বলেন,

“আমি শুধু একজন স্ত্রী নই, একজন মানুষ। অথচ বারবার আমাকে টাকার কাছে বিক্রি করে দিতে চেয়েছে ওরা। আমি ন্যায়বিচার চাই। আমি চাই না, আর কোনো নারী আমার মতো পরিস্থিতির শিকার হোক।”

তিনি আরও বলেন,

“এই ঘটনা নিছক পারিবারিক কলহ নয়, এটি নারীর অধিকার ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। যৌতুকবিরোধী আইন ও মানবাধিকার সনদের যথাযথ বাস্তবায়ন দরকার। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ ঘটনায় ফারহানা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(গ)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৮৬ (চাঁদাবাজি), ৩৭৯ (চুরি), ৩২৩ (আঘাত) ও ৫০৬ (হুমকি) ধারায় নথিভুক্ত হয়েছে।

ফারহানার পৈত্রিক বাড়ি কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাছিনা লখাই গ্রামে। তার বাবা আবুল কালাম আজাদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বর্তমানে তিনি তার মায়ের সহায়তায় টাঙ্গাইল শহরে একটি ভাড়া বাসায় অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *