ঢাকার ইউনাইটেড হাসপাতালে শুরু হয়েছে আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি — দেশজুড়ে দোয়ার আহ্বান

মোঃ আনজার শাহ:


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রবীণ রাজনীতিক ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে সার্জারি পরিচালিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, “সকাল সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত অপারেশন চলমান রয়েছে। ভেতরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সার্জারিতে অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক পরওয়ার দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের প্রিয় রাহবারের সুস্থতা কামনায় যেন আমরা নফল সালাত, রোযা ও সাদাকাহর মাধ্যমে আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করি।”

তিনি বলেন, “আল্লাহ তায়ালা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন—এই দোয়াই করছি।”

অধ্যাপক পরওয়ার জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাঁকে তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকেরা প্রাথমিকভাবে বড় কোনো জটিলতা পাননি এবং ধারণা করেছিলেন, তিনি ডিহাইড্রেশনে ভুগছেন।

পরবর্তীতে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এনজিওগ্রাম করা হয়। সেখানে তাঁর হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং স্বজন ও ঘনিষ্ঠজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তাও বলছেন বলে জানা গেছে।

জামায়াতের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের সময় দেশের প্রতিটি মসজিদে দলীয় কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *