বোয়ালখালীতে আওয়ামী লীগ নেতার তালাবদ্ধ ঘরে চুরি

প্রভাস চকণবর্ত্তী,বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা জিএস হাসানের বাড়িতে তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মাওলানা ইসমাইল সাহেবের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে মো. অমিত জানান, চোরের দল ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা থেকে প্রায় নগদ ১ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

অমিত বলেন, “ঘরে মা আর আমি থাকি। বুধবার হাসপাতালে ভর্তি মামাতো ভাইকে দেখতে শহরে গিয়েছিলাম। ঘরে তখন কেউ ছিলেন না। রাত ৮টার দিকে বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা দেখতে পাই।”
তিনি জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে জিএস হাসান বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। গত ৭ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “এ ধরনের কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *