নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি:


রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও ইউনিয়ন আহ্বায়ক এস. এম. রেজাউল কবীর এবং সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এম. আনোয়ারুল ইসলাম পলাশসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পরও তাদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। স্বাধীনতা রক্ষায় এবং নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *