স্বাধীন সংবাদ ডেস্ক:
ঢাকা, ২ আগস্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী সরকারকে জনসমর্থন থাকা সত্ত্বেও দুর্বল বলেও মন্তব্য করেছেন। শনিবার যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত ‘সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাদী বলেন, “অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসলেও তারা এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ফ্যাসিবাদের মূল উৎপাটন করতে পারেনি।” তার মতে, সরকারের দুর্বলতার পেছনে এই ফ্যাসিবাদের অব্যাহত অস্তিত্ব দায়ী।
তিনি গত এক বছরের সরকারের পারফরম্যান্স নিয়ে হতাশা ছড়ানো কিছু লোককে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “জুলাই অভ্যুত্থানের পর যারা শুধু হতাশার চাষ করেছেন, তাদের গত ৪০ বছরেও এত হতাশা দেখা যায়নি।” তিনি প্রশ্ন তুলেছেন, “গত এক বছরে রাষ্ট্রীয় মদদে কয়জন মানুষ গুম-খুনের শিকার হয়েছেন?”
তবে হাদী স্বীকার করেন, অন্তর্বর্তী সরকার প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। এ কারণেই সরকার জনসমর্থনের পরিপ্রেক্ষিতে দুর্বল চেহারা প্রদর্শন করছে। তিনি বলেন, “বিপ্লবের প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সব চিহ্ন ভেঙে ফেলা, কিন্তু আমরা তা করতে পারিনি।”
জুলাই বিপ্লবের মূল্য ও গুরুত্ব এখনও যারা উপলব্ধি করতে পারেননি, তাদের উদ্দেশে হাদী বলেন, “এর মর্ম বুঝবে শুধুমাত্র তারা, যারা নিপীড়িত ও নির্যাতিত হয়েছে।”
গোলটেবিল বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের অর্জন ও ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা একমত হন যে, ফ্যাসিবাদের অবসান ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়ন সম্ভব নয়।
শরিফ ওসমান হাদীর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে তিনি নিজে দাবি করেন, এভাবেই বর্তমান সরকারের দুর্বলতা চিহ্নিত করে শক্তিশালী ও কার্যকর সরকারের বিকল্প গঠন করা সম্ভব হবে।