‘আগেই ভালো ছিলাম’ এটা কলকাতা-দিল্লির বয়ান: ব্যারিস্টার ফুয়াদ

স্বাধীন সংবাদ ডেস্ক:

‘আগেই ভালো ছিলাম’—এমন মন্তব্য আসলে কলকাতা বা দিল্লির বয়ানের পুনরাবৃত্তি, যারা এ কথা বলেন তারা কখনোই দেশকে নিজেদের মনে করেন না। এমন মন্তব্য করেছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, “জুলাই অভ্যুত্থানের আগে-পরে দেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরির উপকরণ তৈরি হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দৃঢ়তায় আমরা সেই অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে রক্ষা পেয়েছি।”

তিনি সমালোচনা করে বলেন, “যারা বলেন, ‘আগে ভালো ছিলাম’, তাদের উদ্দেশ্য পরিষ্কার। তারা কি বলতে চান আমরা সুইজারল্যান্ড থেকে উগান্ডা হয়ে গেছি? বিষয়টা তো তা নয়। আমরা বরং আগে থেকেই উগান্ডা ছিলাম।”

অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে, কান্নাকাটি করছেন ব্যবসায়ীরা

বর্তমান সরকারের সময়ে দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “অর্থনৈতিক সূচকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। অথচ ব্যবসায়ীদের কান্নাকাটি চলছে—যেটা সব সময়ই চলে। তারা হয়তো রাজনৈতিক হালচাল দেখে ভয় পাচ্ছেন, কিন্তু এটা বাস্তবতার প্রতিফলন নয়।”

তিনি অভিযোগ করে বলেন, “ব্যবসায়ীদের মধ্যে যারা গত এক যুগ ধরে ফ্যাসিবাদী হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তাদের সেই অপকর্মের দায় এখন নিতে হবে। এখন আর সেই দায় এড়ানোর সুযোগ নেই।”

‘দলগুলোর খাসলত না বদলালে কিছুই বদলাবে না’

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর খাসলত (চরিত্রগত স্বভাব) এখনো বদলায়নি। তারা নিজেরাই নিজেদের সংস্কার নিয়ে চিন্তিত না। দলীয় স্বভাব না বদলালে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারও ফলপ্রসূ হবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক আমলা, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *