স্বাধীন সংবাদ ডেস্ক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।
শনিবার (২ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগওয়ারি ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়কালে হাসপাতালে ভর্তি হওয়া ২০৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বাধিক ৮৩ জন বরিশাল বিভাগের (সিটি করপোরেশন ব্যতীত) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া:
-
ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৭ জন,
-
ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৮ জন,
-
চট্টগ্রাম বিভাগে ৩১ জন,
-
ময়মনসিংহ বিভাগে ৮ জন এবং
-
খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ২ জন রোগী।
জুলাই মাসেই ১০ হাজারের বেশি আক্রান্ত
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৩২৭ জন রোগী। তার মধ্যে জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী, যা এ বছরের সবচেয়ে উদ্বেগজনক মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৭ জন নারী। মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। জনগণকে ঘরের আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলা, ফুলের টব ও পাত্র পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহারসহ সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডেঙ্গু জ্বরে দীর্ঘ সময় জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে র্যাশ, বমি বমি ভাব বা পাতলা পায়খানা হলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।