এক বছরে কিছুই হলো না, সরকার ৬ মাসেও পারবে না: মান্না

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

রাষ্ট্র সংস্কারের মৌলিক ১৯টি বিষয়ের মধ্যে ১০টিতেই রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) রয়েছে—এমন পরিস্থিতিতে সংস্কার কার্যক্রম আদৌ কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২ আগস্ট) দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

“এক বছরে একটি সংস্কারও বাস্তবায়ন হয়নি”

সাবেক এই ছাত্রনেতা বলেন, “এক বছরে একটা সংস্কার বাস্তবায়ন হয়েছে? হয়নি। যে সরকার রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব নিয়েছে, তারা নিজেরাই সেটা দিতে পারছে না।” তিনি বলেন, “সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা অন্তত কিছু মৌলিক সংস্কারের ভিত্তি তৈরি করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেটা আর সম্ভব হচ্ছে না।”

“আগামী ৬ মাসেও পারবে না সরকার”

সরকারের উপর আস্থা হারিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, “সরকার এক বছরে তেমন কিছু করতে পারেনি, আগামী ছয় মাসেও পারবে না। পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। সুষ্ঠু ও প্রতিনিধিত্বশীল নির্বাচনের মাধ্যমে সরকার না বদলালে এই অবস্থা চলতেই থাকবে।”

“নির্বাচন না দিলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার”

তিনি আরও বলেন, “সরকার দ্রুত নির্বাচন ঘোষণা করুক। নির্বাচন ছাড়া বর্তমান সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না।”

“ডিসিরা মিছিল করে, সচিবালয় যেন মধুর ক্যান্টিন!”

আমলাতন্ত্রের অরাজকতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাগরিক ঐক্যের এই শীর্ষ নেতা। তিনি বলেন, “ডিসিরা এখন রাজনৈতিক মিছিল করে বেড়ায়, সচিবালয়ের পরিবেশ যেন মধুর ক্যান্টিন! এভাবে রাষ্ট্র চলতে পারে না।”

সভায় উপস্থিত অন্য বক্তারাও রাষ্ট্র সংস্কারে ধীরগতির সমালোচনা করেন এবং শিগগিরই একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও কাঠামোগত পরিবর্তনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *