স্বাধীন সংবাদ ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলা, ২ আগস্ট: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সতর্ক করে বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে সবার জন্য বিপদ অপেক্ষা করছে। তিনি বলেন, ঐক্যবদ্ধতা না থাকলে সাধারণ জনগণসহ সবাই অত্যাচারিত ও নির্যাতিত হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে বিএনপির প্রতিনিধি নির্বাচনি সভায় তিনি এ দাবি জানান।
এ্যানি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন? আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।”
তিনি আরও বলেন, “আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই জুলাই যোদ্ধা। শাহবাগে কিছুসংখ্যক জুলাই যোদ্ধার মধ্যে মারামারি দেখে আমার মন দুঃখ পেয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই ফ্যাসিস্টরা সুযোগ পাবে। সুতরাং সবাই মিলে আন্দোলন গড়ে তুলতে হবে এবং বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে প্রতিবাদ করতে হবে।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার বক্তব্যে যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে একতাবদ্ধ না হলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বড় ধরনের সংকট দেখা দিতে পারে। তাই রাজনৈতিক দল ও বিভিন্ন স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষা এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন ও প্রগতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
বিগত সময়ে দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের প্রতি অতিরিক্ত অত্যাচার বৃদ্ধি পাওয়ায় এ্যানি এর বিরোধিতা জানান। তিনি বলেন, দেশের সবাইকে নিজেদের স্বার্থের বাইরে রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে।
লাহারকান্দি ইউনিয়ন বিএনপি প্রতিনিধি নির্বাচনি সভায় দলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা এ্যানির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ ধরনের ঐক্যবদ্ধ আন্দোলনই আগামী দিনে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সফল ভূমিকা পালন করবে বলে মনে করেন তারা।