ময়মনসিংহ প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত আব্দুল রহমান খানের ছেলে সানায়োর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে খালেদা।
সূত্রে জানা যায়, কিছুদিন আগে খালেদার স্বামী শরাফ উদ্দিন খান অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে খালেদা নতুন করে পৈত্রিক জমিজমাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি করছেন। এ নিয়ে পুরো গ্রামজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সাংবাদিকরা সরজমিনে গিয়ে গ্রামবাসী ও এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা সানায়োরের পক্ষে তথ্য দেন। তারা জানান, খালেদার স্বামী জীবিত থাকা অবস্থায় পৈত্রিক জমিজমা নিয়ে তার ভাইদের সঙ্গে বিরোধ হয়েছিল। পরে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুইবার গ্রাম্য সালিশ বসে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিষয়াদি মীমাংসা হয়।
তবুও খালেদা ওই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে পুনরায় সানায়োর ও তার গোষ্ঠীকে হয়রানি করার চেষ্টা করছেন।
স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছেন সানায়োর রহমান ও তার পক্ষের লোকজন।