মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব:
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের ২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (১ম পর্বের) শিক্ষার্থীদের নবীন বরণ ০২/০৭/২০২৫ শনিবার দুপুরে পিআইবির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ এ এস এম আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে শিক্ষাব্যবস্থায় দ্বিতীয় স্থানে রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৪০ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন। বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা একটি হালকা সংকটজনক অবস্থানে আছে। গত ১৭ বছরে বিভিন্ন শিক্ষা কমিশন গঠন হলেও একটিও শিক্ষা কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না হলে শিক্ষা ব্যবস্থা ৫০ বছর পিছিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে এবং পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অডিটের আওতায় আনা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অতিথিদের বক্তব্যে আইয়ুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব বলেন, “চাওয়া-পাওয়ার হিসাব না করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য প্রশিক্ষণ নিয়ে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাহলেই প্রকৃত সাংবাদিক হওয়া সম্ভব।”
এই সময়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, “সাংবাদিক হওয়ার জন্য নিরপেক্ষ হতে হবে এবং প্রযুক্তিগত ব্যবহারে আরো দক্ষ হতে হবে। মাল্টিমিডিয়ার পর্যাপ্ত দক্ষতায় আপনারা সাংবাদিকতায় আরও এগিয়ে যেতে পারবেন।”
উক্ত নবীন বরণের সভা প্রধান, ফারুক ওয়াসিফ, মহাপরিচালক (পিআইবি) উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সমাজকে পরিবর্তন করতে হলে ব্যক্তিগত পর্যায়ে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। মোবাইলকে জ্ঞানের মাধ্যমে হিসেবে ব্যবহার করতে হবে। সমাজকে পরিবর্তন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় নবীন ৪০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।