তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে জমি জবরদখলের এক চাঞ্চল্যকর ঘটনায় এক প্রতিবন্ধীর বসতঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষের একটি সংঘবদ্ধ দল।
ভুক্তভোগী মোহাম্মদ আনিসুর রহমান টনিস (৫০), পিতা মৃত মোকসেদ শেখ, গ্রাম বারুহাস, তাড়াশ, সিরাজগঞ্জ; তিনি সাংবাদিকদের জানান, তার নিজের নামে খতিয়ানভুক্ত জমি রয়েছে যার খতিয়ান নম্বর ৩১৯ ও ৩২০ এবং দাগ নম্বর ৬০ ও ৬৭। খতিয়ান ৩১৯-এর ১০৭ কাতে ৭২ ডেসিমাল এবং খতিয়ান ৩২০-এর ৯৭ এর কাতে ৪৮ ডেসিমাল জমির সমস্ত খাজনা-খারিজ বৈধভাবে করা রয়েছে। এই জমিতে তার তিনটি টিনের ছাপরা ঘর রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ৩০ জুলাই ২০২৫, আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে মোঃ শফি (৫২), পিতা সুবহান; মোঃ রুমি (৪২), পিতা সুবহান; মোঃ এরশাদ (৪০), পিতা সুবহান; অজদা বেগম (৫২), স্বামী শহিদুল ইসলাম বাদশা এবং মোসাম্মাৎ টাইরন (৩০), পিতা শহিদুল ইসলাম বাদশা—তাঁরা সংঘবদ্ধভাবে দা, হাসুয়া ও কোরাল নিয়ে এসে আনিসুর রহমানের ঘরগুলো কুপিয়ে কুপিয়ে ভেঙে ফেলে।
আনিসুর রহমান টনিস বলেন, “আমি একজন প্রতিবন্ধী, ঠিকমতো চলাফেরা করতে পারি না। অথচ শফি গং এর বাহিনী আমার সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে হত্যার হুমকি দেয়।”
ঘটনার পর তিনি এখন বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। তবে তিনি এখনো থানায় বা কোর্টে কোনো লিখিত অভিযোগ করেননি।