খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ‘পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমিটি’র নামে গঠিত ভূয়া কমিটির বিরুদ্ধে সরকারি অনুদান আত্মসাৎ এবং দুষ্কর্মের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) সকালে এতিমখানা চত্বরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লী হাফেজ আহাম্মেদ পাঠান। তিনি বলেন, “আমরা জমিদাতা পরিবার ও মূল কমিটির সদস্য হিসেবে এতিমখানার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। কিন্তু একটি চক্র ভূয়া কমিটি গঠন করে এতিমখানার নামে সরকারি ১ টন চালের অনুদান গ্রহণ করে তা আত্মসাৎ করে। পরবর্তীতে অনুদানের চাল বিক্রি করে তারা অর্থ হাতিয়ে নেয়।”
তিনি আরও জানান, বিষয়টি জানাজানির পর এতিমখানা কমিটির সভাপতি জামীর আলি খান গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভূয়া কমিটির দুষ্কৃতিকারীরা চাপের মুখে আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে বাধ্য হয়।
সংবাদ সম্মেলনে হাফেজ আহাম্মেদ পাঠান অভিযোগ করেন, “ভিত্তিহীন ও ভূয়া পরিচয়ে এতিমখানার সম্পদ লুটপাট করাই ছিল তাদের উদ্দেশ্য। এই ঘটনার সংবাদ প্রকাশের পর এখন উল্টো সাংবাদিক জুয়েল পাঠানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে চক্রটি। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, অভিযুক্ত মাসুম পাঠান, সুজন পাঠান, আতাউর পাঠানসহ সকল দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের কারণে এতিমখানার সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।