মোঃ জাহাঙ্গীর আলম:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া মোড়ে অটোরিকশার ধাক্কায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ আহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম কাশেম (৮০), তিনি শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাদেবপুর থেকে ছেড়ে আসা ৬০ ভোল্টের ব্যাটারিচালিত একটি অটোরিকশা শিমুলিয়া মোড়ে এসে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে থাকা কাশেমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ বিষয়ে চালক জাহিদ বলেন, “বৃদ্ধ কাশেম কানে ভালোভাবে শুনতে পান না। তবে আমার দোষ আছে কিনা বলা যাচ্ছে না।” তবে স্থানীয়রা চালকের বক্তব্যকে দায় এড়ানোর প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
শিমুলিয়া মোড়ে থাকা কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক দোকানদার ও স্থানীয়রা বলেন, “সরকারি রাস্তায় অবৈধভাবে দোকান বসানো এবং দোকানের সামনে মালবাহী গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। এ কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।”
তারা আরও বলেন, “প্রশাসন যদি দ্রুত অবৈধ দোকানপাট উচ্ছেদে ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
ঘটনার বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবদুল মজিদ বলেন, “আজ রাত ১০টার দিকে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের জন্য বৈঠক করা হবে।”
আহত কাশেমকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “শিমুলিয়া মোড়ের সরকারি রাস্তায় অবৈধ দোকানপাটের বিষয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলছি। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”