গাজীপুরের পূবাইলে পরের সম্পত্তি দখলের পাঁয়তারা একটি চক্রের

স্বাধীন সংবাদ ডেস্ক: 

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ভূমিদস্যু চক্রের হাত থেকে নিস্তার পাচ্ছেন না জমির মালিকরা। টঙ্গীর পূর্ব আরিচপুরের মো. আবুল খায়েরের ছেলে মো. বাছির উদ্দিন এই অভিযোগ করেন।

তিনি বলেন, টঙ্গী অধীন সাবেক ১৭৪, হাল ১১২ নম্বর মৌজাস্থিত পূবাইলের বিন্দানে এসএ খতিয়ান ১৩১ ও আরএস খতিয়ান ১৯২–এ মোট ৯ দাগে ৯৪০ শতাংশ জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে আসছেন গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জনৈক নেপাল চক্রবর্তী গং। এ বিষয়ে মো. বাছির উদ্দিন তাদের বিরুদ্ধে প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন (মোকদ্দমা নম্বর–১২১৬/২১)।

এই মামলায় দুই পক্ষের শুনানি শেষে আদালত নেপাল চক্রবর্তী ও তার সহযোগী সুমনকে কিছুদিন পূর্বে জেল হাজতে প্রেরণ করেন।

মো. বাছির উদ্দিন এ প্রতিবেদককে জানান, অতি সম্প্রতি একদল উশৃঙ্খল জনতা বেআইনিভাবে তার মালিকানাধীন দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে খুঁটি পোঁতা ও বালুভরাটের কাজ শুরুর চেষ্টা করে। এ অবস্থায় তিনি দ্রুত থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় দখলচেষ্টাকারীদের জমি থেকে বিতাড়িত করেন।

বাছির উদ্দিন বলেন, নেপাল চক্রবর্তীসহ তার সহযোগী শৈলাস চক্রবর্তী খুবই বেপরোয়া। তারা যখন-তখন যেকোনোভাবে তার জমি জবরদখলের পাঁয়তারা করছে। নেপাল চক্রবর্তী জেল থেকে ছাড়া পেয়ে বিভিন্ন লোকের সহযোগিতায় তার (বাছিরের) বিরুদ্ধে আরও বেপরোয়া হয়ে উঠেছে। ফলে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন।

মো. বাছির উদ্দিন তার জায়গা-সম্পত্তি ও নিজের জীবন রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *