কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে নিজ বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস (৪২)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরদিন শনিবার (২ আগস্ট) পুলিশের অভিযানে প্রধান আসামি নুরুল হক (৩৫) গ্রেপ্তার হন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “নুরুল হকের বিরুদ্ধে আগেও হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইউনুস বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত। গত কয়েকদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জন দুর্বৃত্ত তার বাসায় হানা দেয়। তারা একাধিক গুলি চালায়, যার কয়েকটি ইউনুসের হাত, মুখ ও হাঁটুতে লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুলির শব্দ শুনে ইউনুসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে থাকা অন্য অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।