স্বাধীন সংবাদ ডেস্ক:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ ৩ আগস্ট (শনিবার) এক সার্কুলারে এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের আলোকে ৫ আগস্ট তারিখে দেশের সব তফসিলি ব্যাংকে এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের শাখাগুলো বন্ধ থাকলেও অনলাইন ও ডিজিটাল ব্যাংকিং সেবা যথারীতি চালু থাকবে। গ্রাহকরা অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেন করতে পারবেন। এছাড়া এটিএম (ATM) ও সিআরএম (Cash Recycling Machine) বুথগুলো চালু থাকবে, যার মাধ্যমে টাকা জমা ও উত্তোলন সম্ভব হবে।
এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। এই উপলক্ষে ৫ আগস্ট দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, “গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ৫ আগস্টের গুরুত্ব অনস্বীকার্য। ২০২৫ সালের ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি যুগান্তকারী গণ-অভ্যুত্থানের দিন হিসেবে বিবেচিত হওয়ায় সরকার দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে।”
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যালি ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করার কথা রয়েছে।