স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এ দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না।”
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চক্রান্ত হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন, সেখান থেকেই মাঝে মাঝে হুমকি দিচ্ছেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।”
গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, “শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৫ বছর ধরে আমাদের হাজার হাজার নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন—এই দেশকে একটি সুন্দর, বাসযোগ্য, ন্যায়বিচারভিত্তিক আবাসভূমি হিসেবে গড়ে তোলার জন্য।”
তরুণ প্রজন্মকে নিয়ে আশাবাদ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “তরুণরা আজ নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে এখন একটি নতুন সুযোগ এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। সারা দেশ থেকে তরুণরা আজ এখানে জড়ো হয়েছেন—এটা আনন্দের দিন, আবার কষ্টের দিনও। কারণ, গত বছর এই দিনে আওয়ামী লীগ এই জাতির সন্তানদের হত্যা করেছিল।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় সরকারবিরোধী স্লোগান দেন এবং “গণঅভ্যুত্থান দিবস”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।