সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলন: সরজমিনে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাদার্শা–এওচিয়া মৌজার পশ্চিম পাহাড়সংলগ্ন গৌচছড়ি খালে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমতির দাবি তুলে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল গোপনে ওই খাল থেকে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে খালপাড়বর্তী ফসলি জমি, ফলজ বাগান ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ে। গত ৩১ জুলাই এলাকাবাসী মানববন্ধন করে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানালে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, ফসলি জমি ও স্থাপনাগুলো হুমকির মুখে পড়ে। অভিযানে একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *