সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, লুটপাট ও থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারকে টার্গেট করে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ২৯ জুলাই রাতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবার সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, যাতে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় মো. ইউনুস আলী (৫৭) বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে বলা হয়, জমি-জমা সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে মো. মালেক মিয়াসহ তার পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রড, সোটা ইত্যাদি নিয়ে বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এরপর তারা ঘরে থাকা দুটি ব্যবসায়িক কাপড়ভর্তি গাড়ি (মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা), ২ ভরি স্বর্ণালঙ্কার (চেইন, দুল, চুড়ি–মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা), গ্যাস সিলিন্ডার, সেলাই মেশিন, ধান, চাল ও আরও মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে লুটপাটের পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন: মালেক মিয়া, মাহাবুর রহমান, মাহালম মিয়া, নুরুল আমিন, হামিদুল ইসলাম, কাশেম নিয়া, খোকা মিয়া, মন্টু মিয়া, ফারুক মিয়া, ফিরোজ মিয়া, নুর আলম, মালেকা বেগম, দুরিনা বেগম, নুরুন্নাহার বেগম, মুন্নি বেগম, রাশেদা বেগম, হামিদা বেগম, পারভিন বেগম, সূর্য বেগম এবং ফুলো রানী। তারা সবাই দক্ষিণ মরুয়াদহ এলাকার বাসিন্দা।

ইউনুস আলী জানান, হামলার সময় বাধা দিতে গেলে তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে কেউ প্রতিরোধ করতে পারেনি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, হামলাকারীরা দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন ধরনের দাঙ্গা ও সংঘর্ষে জড়িত। অভিযোগ রয়েছে, তারা প্রভাব খাটিয়ে প্রশাসনিকভাবে পার পেয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *