দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গেইটঘর এলাকায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূ জোসনা আকতারের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী মো. শাকিলের বিরুদ্ধে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত জোসনা পার্শ্ববর্তী মইন্যার টেক এলাকার বাসিন্দা।
মামলার বাদী, নিহতের ভাই মো. ইসমাইল জানান, তার বোনের সঙ্গে স্বামী শাকিলের বিবাহিত জীবনে নানাবিধ কলহ চলছিল। প্রায়ই শাকিল তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
গত ১ আগস্ট দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে শাকিলের মারধরের পর অভিমানে জোসনা বিষ পান করেন বলে পরিবারের দাবি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) শরীফ বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান দ্বন্দ্ব ও পারস্পরিক সন্দেহের বিষয়গুলো সামনে এসেছে।”
তিনি আরও জানান, ঈদের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এমনকি একপর্যায়ে জোসনার মা বুলু আক্তার মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। পরে আবার সেটি ফেরত দেওয়ার সময়ও নতুন করে ঝগড়া হয়। এসব ঘটনার জের ধরেই জোসনা বিষপানে আত্মহননের পথ বেছে নেয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরওয়ার জানান, “নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় গৃহবধূর স্বামী মো. শাকিলকে প্রধান আসামি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার পর থেকে শাকিল পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।