জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:  

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দেশে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান নির্বাচন পর্যন্ত চলবে।

“আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে,” — বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “৩ আগস্ট ঘিরেও নানা আতঙ্ক ছিল। কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। দেশ শান্তিপূর্ণভাবেই চলেছে। একইভাবে আমরা আশাবাদী, ৫ আগস্টেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, তার তুলনায় এখন অনেক ভালো অবস্থানে রয়েছি। যদিও কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন হয়নি, তবুও সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে কি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। আমরা যেটুকু উন্নয়ন করেছি, তা আরও অনেকদূর যেতে হবে।”

৫ আগস্ট ঘিরে কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সতর্কতা সব সময়ই থাকে। আমরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে আছি।”

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে দেশজুড়ে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। রাজনৈতিক অস্থিরতা এবং অনিরাপত্তার আশঙ্কা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এসব অভিযানকে ‘প্রয়োজনীয়’ বলে ব্যাখ্যা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনপূর্ব এই অভিযান রাজনৈতিক পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে, যার ফলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে। তবে সরকার বলছে, এই অভিযান সম্পূর্ণ আইনগত ও নিরাপত্তাজনিত কারণে পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *