বোয়ালখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালী উপজেলায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ এবং গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এতে ৯টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তাগণ, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে তদারকি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *