মেহেন্দিগঞ্জে মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে ৫ম দফায় মানববন্ধন

বরিশাল ব্যুরো চিফ:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট এলাকার অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১৪) হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে পঞ্চম দফায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

এর আগে ২৮ জুলাই পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাঙা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় চার দফা মানববন্ধন হয়।

রবিবারের মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ ঘোড়াবাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. রুস্তম আলী, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্কুল কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “স্কুলগামী মেয়েরা আজ নিরাপদ নয়। মরিয়মের হত্যাকাণ্ডের পর অনেক অভিভাবক আতঙ্কে মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। এখন মেয়েরা স্কুলে যেতে হলে অভিভাবককে সঙ্গে নিয়ে যেতে হয়। যেদিন কেউ আসতে পারে না, সেদিন তারা স্কুলেই আসে না।”

বক্তব্যের শেষে শিক্ষার্থীরা একসঙ্গে স্লোগান তোলে— “মরিয়ম হত্যাকারীদের ফাঁসি চাই!”

উল্লেখ্য, মরিয়ম আক্তার পূর্ব কাদিরাবাদ গ্রামের মো. কবির হাওলাদারের মেয়ে। চলতি বছরের ৭ জুলাই স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। পরদিন মরিয়মের বাবা কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করেন।

২৫ জুলাই স্কুল ও বাড়ির মাঝামাঝি স্থানে একটি ডোবার মধ্যে মরিয়মের স্কুল ব্যাগ ভাসতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগ, এক জোড়া জুতা, মাথার খুলি ও শরীরের হাড় উদ্ধার করে।

২৬ জুলাই মরিয়মের বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কাজিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *