কামরুল ইসলাম:
চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশের অভিযানে ৪,৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট ২০২৫) রাত ৮টা ১০ মিনিটে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে মো. শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম, পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা- আম্বিয়া খাতুন, গ্রাম- পলাশ ফতেপুর, ৭ নম্বর ওয়ার্ড, চকরাজাপুর ইউনিয়ন, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
তার কাছ থেকে ৪,৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
এই ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।