কামরুল ইসলাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. হাবিব উল্লাহ ওরফে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিব উল্লাহ ধোপাঘাট গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ১২ নম্বর কোদালা ইউনিয়নের অধীনস্থ। তার পিতার নাম আব্দুল ওয়াহেদ ওরফে আব্দুল হাকিম।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত হাবিব উল্লাহ ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)–এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।