স্টাফ রিপোর্টার: আরিফ খান শুভ
নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ এখন অপরাধমুক্ত থানার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। থানায় ওসি হিসেবে শাহিনুর আলম যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে বলে স্থানীয়দের দাবি। তার দৃঢ় নেতৃত্ব ও দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির কারণে সর্বমহলে প্রশংসিত হয়েছেন এই কর্মকর্তা।
একের পর এক হত্যা মামলায় দ্রুত গ্রেফতার
তথ্যসূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে গত সাত মাসে সংঘটিত সাতটি আলোচিত হত্যা মামলার প্রতিটিতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিদের গ্রেফতার করেছেন ওসি শাহিনুর আলম।
-
এপ্রিল: মিজমিজি পশ্চিমপাড়ায় একই পরিবারের তিন সদস্য খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার।
-
মে: এনায়েত নগর লাকীবাজার ও ডিএনডি লেকপাড়ে কিশোর গ্যাংয়ের দুটি পৃথক হত্যাকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার।
-
জুন: পাইনাদি ও কলাবাগ এলাকায় দু’টি হত্যাকাণ্ডে একাধিক আসামি দ্রুত গ্রেফতার।
-
জুলাই: বাগমারা রোডে লাশ গুম, ও বাতেনপাড়া হত্যাকাণ্ড—প্রতিটিতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ধরা পড়ে।
পরিসংখ্যানই বলছে ওসি’র সফলতার কথা
২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত:
-
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার: ৫০৩ জন
-
নিয়মিত মামলায় গ্রেফতার: ৪৩৫ জন
-
মাদক মামলা: ৯৭টি
-
উদ্ধারকৃত মাদক:
-
ইয়াবা: ৪,৪৫১ পিস
-
গাঁজা: ৩৩.৭০ কেজি
-
হেরোইন: ১১৮.২ গ্রাম
-
ফেনসিডিল: ৭২ বোতল
-
দেশি মদ: ১০ লিটার
-
-
অস্ত্র মামলা: ৩টি (পিস্তল, শর্ট রিভলভার ও খেলনা অস্ত্র উদ্ধার)
-
প্রতারণা মামলা: ৯টি; গ্রেফতার: ২২ জন
-
ডাকাতি মামলা: ১টি; গ্রেফতার: ১৩ জন
-
নিখোঁজ ব্যক্তির উদ্ধার: ৩১ জন
জনগণের আস্থা অর্জনে সফল
ওসি শাহিনুর আলমের নেতৃত্বে থানার কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তিনি সিদ্ধিরগঞ্জ থানাকে একটি কার্যকর ও মডেল থানায় রূপান্তর করেছেন।