স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সাংবাদিক হত্যার হুমকি পেয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
রবিবার (৩ আগস্ট) রাতে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এই সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী ওই গণমাধ্যমকর্মীর নাম আবুল হোসেন (৩৯)।
এদিকে, অভিযোগ উঠেছে দুলাল মিজি ওরফে টিপু দুলালের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ভয়ঙ্কর অপরাধের অভিযোগ রয়েছে। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকার লোকমান মিজি ওরফে ভুলু মিজির ছেলে।
ভুক্তভোগী সাংবাদিক ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নারায়ণগঞ্জের ডাক-এ “নিউজ টোয়েন্টি ওয়ান” নামক একটি কথিত অনলাইন আইপিটিভির আড়ালে টিপু দুলালের ভয়ঙ্কর অপরাধের সংবাদ প্রকাশ করা হয়।
গণমাধ্যমকর্মী আবুল হোসেন প্রকাশিত সংবাদটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। সেখানে অনেক মানুষ লাইক ও কমেন্ট করে। তিনি কোনো বিশেষ ব্যক্তিকে ইঙ্গিত করে সংবাদটি শেয়ার দেননি।
এদিকে, দুলাল মিজি ওরফে টিপু দুলাল সংবাদটি তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এমন দাবি করে সাংবাদিক আবুল হোসেনের মুঠোফোনে দুটি নাম্বার থেকে ফোন করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ভয়-ভীতি প্রদর্শন ও হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে রবিবার (৩ আগস্ট) রাতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক।
এ বিষয়ে সাংবাদিক আবুল হোসেন বলেন, “আমি মূলত কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে সংবাদটি শেয়ার দিইনি। দুলাল মিজি ওরফে টিপু দুলাল নামের ওই ব্যক্তি মনে করেছেন, তাকে নিয়েই এ শেয়ার দেওয়া হয়েছে। গত রবিবার (৩ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে আমি সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বুকস গার্ডেনে আমার বন্ধুর বাসায় অবস্থানকালে তিনি আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। আমি এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার বিচার দাবি করছি।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে—এমন অভিযোগ উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”