বরিশাল ব্যুরো চিফ:
ভোলার চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মোরশেদকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (৩ আগস্ট) তাকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
এর আগে শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মিরপুর-১১ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আদালতে মোরশেদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে বাদীপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ৫ আগস্ট থেকে মামলার পর তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার রাতে ডিবি পুলিশের হাতে আটক হন আওয়ামী লীগ নেতা মোরশেদ।