পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাউখালী থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে একটি পুলিশ দল বিশ্বস্ত সোর্স ও প্রযুক্তির সহায়তায় ডেমরা থানা ও ডিএমপি ঢাকার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আবু সাঈদ মনুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে দায়েরকৃত সেশন মামলা নং ৬৭৯/২৩ এবং ১৭০/২৪-এ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

এছাড়া, ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহারে তিনি ১ নম্বর আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সেখানেও গ্রেফতার দেখিয়েছেন।

কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মো. এবাদ আলী মোল্লা জানান, সোমবার (৪ আগস্ট) সকালে তাকে পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু চেক জালিয়াতি এবং নাশকতা মিলিয়ে মোট তিনটি মামলার পলাতক আসামি ছিলেন। পুলিশের হাতে গ্রেফতারের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *