মো: দিলুয়ার হোসেন:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা ও চাকুয়া গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্তসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) রাতে এসব গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় এসআই (নিঃ) সঞ্জয় সরকার, এএসআই আখতারুজ্জামান, এএসআই আজহারুল ইসলাম এবং এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
নারকিলা গ্রাম থেকে গ্রেপ্তারকৃতরা হলেন:
-
মো. খলিল মিয়া (৪০), পিতা মৃত মারাজ মিয়া, (জিআর মামলা নং ১৫৪/১৩ এর পরোয়ানাভুক্ত আসামি)
-
ইউনুছ মিয়া ওরফে সংগ্রাম, পিতা মৃত রমা মিয়া (জিআর-১২/১৮)
-
মিন্টু মিয়া (৩০), পিতা মো. আব্দুল খালেক (জিআর-৩২/১৭)
-
হাবিজুল ইসলাম (৩৫), পিতা খালেক মিয়া
এদিকে চাকুয়া গ্রাম থেকে গ্রেপ্তারকৃতরা হলেন:
-
ইমন দাস (২৮), পিতা ঝলক দাস
-
সৌরজিত ওরফে বাপ্পু দাস (৩৩), পিতা বলরাম দাস
-
লিটন দাস (৫৪), পিতা মৃত ক্ষিরোদ দাস
ওসি শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদেরকে শনিবারই সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।