কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ আদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় ৪ ব্যক্তি গাঁজা সেবন করেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটককৃত প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও তিন দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:

  • মো. হেলাল চাপরাশি

  • সোনাই মোল্লা (৪২)

  • মো. তুফান (২৬)

  • মো. শহিদুল হাওলাদার (৫০)

এরা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “গতকাল রাতে গাঁজা সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *