বরুড়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের যোগদান

মো. আনজার শাহ:

কুমিল্লার বরুড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা আহসান হাফিজ। গতকাল সোমবার (৪ আগস্ট ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে বরুড়া উপজেলা প্রশাসনে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি বরিশালের বানারীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

বরুড়ায় যোগদানের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু-এমং মারমা মং নবাগত এসি (ভূমি) আহসান হাফিজকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও তাকে স্বাগত জানিয়ে বরুড়ার উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, নবাগত এসিল্যান্ড আহসান হাফিজ আগামীকাল (৬ আগস্ট) থেকে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *