প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জনবহুল এলাকা জব্বার মার্কেটের ‘বিয়ে বাজার’ নামক বিপণিবিতানের তৃতীয় তলায় একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে বিপুল পরিমাণ মূল্যবান পণ্যদ্রব্য পুড়ে যায়।
প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিয়ে বাজারের পরিচালক মোহাম্মদ আকবর হোসেন এই প্রতিবেদককে জানান, “আমাদের এক কর্মচারী প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
তিনি আরও জানান, গোডাউনে আনুমানিক ৫-৭ লাখ টাকার মালামাল ছিল। তবে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা হতে পারে।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে একজন দোকান কর্মচারী সামান্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।