মনপুরায় ইসলামী আন্দোলনের দোয়া-মুনাজাত ও র‌্যালি অনুষ্ঠিত

মোঃ আব্দুল গফুর সিকদার:

বাংলাদেশ ইসলামী আন্দোলন মনপুরা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়। আজ ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় আওয়ামী সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদ, দুঃশাসন, দুর্নীতি ও ভোট ডাকাতির প্রতীক আওয়ামী সরকারের পতন ঘটে— যা দেশের মুক্তিকামী জনগণের বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিন আমরা জাতির জন্য একটি নতুন সূর্যোদয়ের প্রতীক হিসেবে মনে করি।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনগণের অধিকার, ইনসাফভিত্তিক সমাজ এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই এখনও শেষ হয়নি। নতুন সরকার প্রতিষ্ঠিত হলেও জনগণের মুক্তি, ন্যায়ের প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সভায় বক্তারা বলেন— “জুলাই মাসে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছিল। দেশের জনগণ আজও তার করুণ ফল ভোগ করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং ইসলামপ্রিয় জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রহিম, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ডা. ইব্রাহীম খলিল।

সমাবেশ শেষে এক বিশাল র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই বর্ষপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবারও প্রমাণ করেছে যে, তারা শুধু ভোটের রাজনীতিতেই নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ও সচেতন একটি রাজনৈতিক শক্তি।

উক্ত র‌্যালি ও দোয়া-মুনাজাত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা হারুন, মাওলানা আব্দুর রহমান, মুফতি ইউসুফ হাবীবি, হাজী সাঈদ আহমদ, মাওলানা ইলিয়াস, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা শিহাব উদ্দিন ও মুহাম্মদ আলাউদ্দিনসহ উপজেলা যুব আন্দোলন, উপজেলা শ্রমিক আন্দোলন, উপজেলা ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদ, উপজেলা ছাত্র আন্দোলন, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য আলেম ও ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *