নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই অভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে একটি বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র নেতৃত্বে র্যালিটি নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স ও সদর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে খণ্ড খণ্ড বিজয় র্যালি, মিছিল এবং শুভযাত্রা এসে কলেজ মাঠে জড়ো হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, স্লোগান ও জাতীয় পতাকা হাতে তারা মিছিলসহকারে র্যালিতে যোগ দেন।
বিজয় র্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই সরকারি কলেজ চত্বর ও আশপাশের এলাকা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন।