বরুড়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিলে গণজোয়ার, নেতৃত্বে ছিলেন সাবেক এমপি তাহের সুমন

মোঃ আনজার শাহ:

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি গণজোয়ারে রূপ নেয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে।

বরুড়া পৌর শহরের কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন,
“আজকের এই গণজোয়ার প্রমাণ করে—জনগণ আর এই স্বৈরশাসক সরকারের অধীনে থাকতে চায় না। বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই জনগণের অধিকার পুনঃস্থাপন করবে।”

তিনি আরও বলেন,
“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য রক্তঝরানো ইতিহাস। সেই আত্মত্যাগের উত্তরাধিকার আমরা বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আছি।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছাত্রনেতা ও গণ্যমান্য ব্যক্তি।

মিছিল শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *