স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে পূবাইলে বিএনপির বিজয় র‍্যালি

খসরু মৃধা:

৫ আগস্ট, স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানার ঐতিহাসিক মিরেরবাজারে আয়োজন করা হয় এক বিজয় র‍্যালির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন এই মূল প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালিটি মিরেরবাজার থেকে শুরু হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। র‍্যালিতে উপস্থিত নেতারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এ দিনেই জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচারী শক্তির পতন ঘটে।

নেতৃবৃন্দ আরও জানান, আজকের এই র‍্যালি হচ্ছে জনগণের বিজয়ের প্রতীক এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবিচল মনোভাবের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বছরের এই দিনে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক গণআন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে একটি ঐতিহাসিক আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের সফলতা স্মরণেই এবারের বিজয় র‍্যালির আয়োজন

এ সময় উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, যুগ্ন সম্পাদক জাকির হোসেন সরকার,পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ নূর আলী,পূবাইল থানা বিএনপির সাংগঠনিক আরিফ হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন খোকন, সম্মানিত সদস্য পূবাইল থানা বিএনপি, আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন বিএনপি, হাজী মনসুর, যুগ্ম সম্পাদক পুবাইল থানা বিএনপি, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক পূবাইল থানা বিএনপি, থানা বিএনপির সদস্য আফজাল হোসেন বেপারী, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, পূবাইল থানা যুবদলের সদস্য রাকিব হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, পূবাইল থানা কৃষকদলের নেতা আমির হোসেন, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজল, পূবাইল থানা বিএনপি’র দপ্তর সম্পাদক আল আমিন ,পুবাইল থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *