মোঃ মাহমুদুল হাসান:
“২০২৪ সালের এই ৫ই আগস্টে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। স্বৈরাচারকে বিদায় করার পরে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁদের বেহেশত নসিব করেন”—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৬ আগস্ট (বুধবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাহজাহান মিঞা আরও বলেন, “উপজেলার নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করুন। দলের কাজ, বিএনপির কাজ এবং নির্বাচনী কাজ আরম্ভ করে দিন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
-
শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক
-
উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ তোসিকুল আলম
-
পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম
-
পৌর বিএনপির সদস্যসচিব মোঃ আলমগীর কবির জুয়েল
-
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু
-
সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া
-
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক প্রমুখ।
সমাবেশ শেষে ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।