কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের ঐক্যবদ্ধ দাবি

স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন ধরে ঢাকা-২ আসনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের বাসিন্দারা সম্প্রতি অনুষ্ঠিত এক প্রতিবাদসভায় নির্বাচন কমিশনের নতুন বিভাজনের সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি তুলেছেন।

কামরাঙ্গীরচরবাসী একত্রে দাবি করেন, এলাকাটি দীর্ঘদিন সুষ্ঠু উন্নয়ন ও অগ্রগতির সুযোগ পেয়ে এসেছে। আধুনিক শহর রূপান্তর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার প্রসার, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে তাদের এই ঐতিহাসিক সংহতি বিশেষ ভূমিকা রেখেছে।

এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের সাথে কেরাণীগঞ্জের বসিলা ব্রিজ ও বাবু বাজার ব্রিজের কারণে যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত সুদৃঢ়। সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদের আওতায় থাকায় কোন আইনী জটিলতার উদ্ভব হয়নি বলেও তারা উল্লেখ করেন। উদাহরণ স্বরূপ খুলনা-৩, গাজীপুর-৫, কুমিল্লা-৬, চট্টগ্রাম-৮, ৯ ও ১১ এর মতো সংসদীয় আসনগুলোতে সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ একসঙ্গে রয়েছে।

তবে হঠাৎ করেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ৫৫ নং ওয়ার্ড ঢাকা-১০ আসনে স্থানান্তর এবং ৫৬, ৫৭ নং ওয়ার্ড ঢাকা-৭ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা কামরাঙ্গীরচরবাসী তাদের ঐতিহাসিক সংহতির বিপর্যয়, উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতায় বিঘ্ন, জনগণের মতামতের প্রতি অশ্রদ্ধা এবং সামাজিক ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে বলে মনে করেন।

প্রতিবাদসভায় উপস্থিত সমাজের সর্বস্তরের নাগরিকেরা একবাক্যে এই বিভাজন বাতিল করে ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডকে আগের মতো ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তারা উল্লেখ করেন, “আমরা আমাদের ঐতিহাসিক ও সাংগঠনিক একতাকে অক্ষুণ্ণ রাখতে চাই এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই নির্বাচন কমিশনের এই অযৌক্তিক বিভাজন বাতিলের দাবি জানাচ্ছি।”

কামরাঙ্গীরচরের জনগণ এই বিষয়ে তাদের দৃঢ় ঐক্য ও একতাবদ্ধতা প্রকাশ করেছে এবং আগামী দিনে প্রয়োজনে বৃহত্তর গণমাধ্যম ও আন্দোলনের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে বলেও তারা জানিয়েছেন।


প্রচারেঃ ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *