দুর্গাপুরে সাবেক ইউপি সদস্যের ছেলেকে হত্যা: বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন মামলার বাদী পরিবার

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সাবেক ইউপি সদস্য মোঃ চান মিয়ার ছেলে মোঃ মাসরুল (২০) হত্যাকাণ্ডের কয়েক মাস পার হলেও এখনো ন্যায়বিচার পাননি পরিবার। দীর্ঘসূত্রতা, প্রভাবশালী আসামিদের জামিনে মুক্ত হয়ে এলাকায় মহড়া এবং মামলার ধীর গতির কারণে বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে নিহত মাসরুলের পরিবারে।

পরিকল্পিতভাবে বাজারে ডেকে নিয়ে আক্রমণ

২০২৪ সালের ২৩ মে, সন্ধ্যার সময় মাসরুল নিজ গ্রাম দক্ষিণ পাথারিয়া থেকে স্থানীয় একতা বাজারে যাওয়ার পথে পূর্ববিরোধের জেরে হামলার শিকার হন। পার্শ্ববর্তী পাইকুড়া গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোঃ আবু রায়হান (১৯) ও তার সহযোগীরা মাসরুলের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলার সময় মাসরুলের সঙ্গে থাকা তার বড় ভাই মাসুম মিয়াও গুরুতর আহত হন।

স্থানীয় লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মাসুমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

থানায় মামলা, জামিনে বেরিয়ে মহড়া

ঘটনার পরদিন নিহত মাসরুলের বাবা মোঃ চান মিয়া দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি মামলায় প্রধান আসামি হিসেবে আবু রায়হানসহ মোট ছয়জনের নাম উল্লেখ করেন এবং আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেন। এজাহারটি দুর্গাপুর থানায় মামলা নম্বর ২৬/১৩০ হিসেবে নথিভুক্ত হয়।

মামলার প্রধান আসামি বর্তমানে জেলহাজতে থাকলেও বাকিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। তারা জানায়, জামিনে মুক্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে এবং মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে, যাতে করে কেউ আদালতে সাক্ষ্য না দেয়।

বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন পরিবার

মাসরুল হত্যাকাণ্ডের পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও মামলার বিচারকাজ দৃশ্যত ধীরগতিতে চলছে। ফলে হতাশ হয়ে পড়েছে নিহতের পরিবার। বাদী মোঃ চান মিয়া জানান, “ছেলেকে হারিয়েছি, তবু এখন পর্যন্ত প্রকৃত বিচার পাইনি। আদালতের দ্বারে দ্বারে ঘুরে আমাদের ন্যায়বিচার চাইতে হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রভাবশালী আসামিপক্ষ তাদের ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলার অগ্রগতি বাধাগ্রস্ত করছে। নিহতের মা, ভাই ও স্বজনরাও চান এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, যাতে করে ভবিষ্যতে কেউ এমন নির্মম ঘটনার শিকার না হয়।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে এবং মামলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে নেত্রকোনা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে নিহত মাসরুলের পরিবার। তারা বলছে, “আমরা চাই দ্রুত বিচার হোক, আসামিরা শাস্তি পাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *