প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী:
বোয়ালখালীতে শুকনো গাছের ডাল ভেঙে মাথায় পড়ে উত্তম দাশ নামের (৪২) বছরের এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী কৈবর্ত্যপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
উত্তম একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয় বাঁশি জলদাসের বাড়ির গোপাল দাসের ছেলে। তার দুই মেয়ে রয়েছে। উত্তম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি গত মঙ্গলবার (৫ আগস্ট) বাড়িতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র লাল দাস জানান, উত্তম দুপুরে গোসল করার জন্য ছন্দারিয়া খালে গিয়েছিলেন। এ সময় খাল পাড়ের একটি বড় শুকনো আম গাছের ডাল বাতাসে তার মাথায় পড়ে। এতে উত্তম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষি নাগ পার্থ জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন উত্তম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।