মোঃ আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে মনপুরা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে ক্লাব হলরুমে আলোচনা সভা, দোয়া, কুইজ প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং সভা সঞ্চালনা করেন ক্লাবের প্রস্তাবিত সদস্য মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সম্মানিত আহ্বায়ক মেহেদী হাসান নিশান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অতিথি বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শাহজাহান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা দলের সভাপতি ও মনপুরা উপজেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক মিসেস শামসুন্নাহার মিনু চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থী ও অতিথিগণ।
আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।