রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার একাধিক এলাকায় মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত হয়ে উঠেছেন মোঃ শরিফুল ইসলাম। নিজেকে শহীদ আবু সাঈদের খালাতো ভাই পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই ব্যক্তি। শহীদের নাম ও পরিবারের আত্মত্যাগকে পুঁজি করে তিনি একাধিক ব্যক্তিকে মামলা দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শরিফুল ইসলাম পীরগঞ্জসহ গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মামলা থেকে রেহাই দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শহীদ আবু সাঈদের মা ও পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে নিজেকে প্রভাবশালী হিসেবে তুলে ধরেন এবং একাধিক রাজনৈতিক পরিচয়ও ব্যবহার করে থাকেন।
জানা গেছে, চাঁদাবাজির মাধ্যমে উপার্জিত অর্থে শরিফুল ইসলাম রংপুরের কামারপাড়া এলাকায় ২০ শতক জমি ২ কোটি ৪০ লাখ টাকায় ক্রয় করেছেন। এছাড়া নিজেকে রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দিয়েও প্রতারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের বক্তব্য
পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, শরিফুল ইসলাম তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে নগদ তিন লাখ টাকা আদায় করেন। শুধু তাই নয়, টেম্পু-অটো স্ট্যান্ড ও বিভিন্ন মোটরসাইকেল শোরুম থেকেও নিয়মিত চাঁদা আদায় করেন তিনি।
একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, শরিফুল ইসলামকে টাকা না দিলে তিনি মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। পীরগঞ্জের কামাল হোসেন নামের এক ব্যক্তি এমনই একটি ভুয়া মামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
গণমাধ্যমে প্রতিবেদন, তবুও নীরব প্রশাসন
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শরিফুল ইসলামের এসব অপকর্ম নিয়ে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভে ফুঁসছে পীরগঞ্জসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়দের ভাষ্য, শহীদ আবু সাঈদ দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁর নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে, তবে তা পুরো জাতির জন্য লজ্জাজনক। এ কারণে পীরগঞ্জবাসী অবিলম্বে শরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযুক্তের পরিচয়:
-
নাম: মোঃ শরিফুল ইসলাম
-
পিতা: মোঃ আব্দুস সোবাহান সরকার
-
মাতা: মোসাম্মৎ সাহানা বেগম
-
ঠিকানা: ওয়ার্ড নং ৫, পীরগঞ্জ সদর, জেলা রংপুর
পীরগঞ্জবাসীর দাবি—
শহীদের নাম কলঙ্কিত করা বন্ধ হোক, শরিফুল ইসলামের বিচার হোক দ্রুত।