কামরুল ইসলাম:
চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের গোপন অভিযান চালিয়ে একটি এলজি (দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র) ও একটি রামদাসহ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ খোরশেদ আলম ও তার সঙ্গীয় ফোর্স।
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট ২০২৫ ইং তারিখ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে রাউজান থানার ১নং হলদিয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর সর্ত্তা এলাকার সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মোঃ নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর উদ্দিন, মৃত সাহা আলম ও জোহরা বেগমের পুত্র, উত্তর সর্ত্তা এলাকার স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে জিআর মামলা নম্বর ১২৬/১৮ অনুযায়ী সাজা ওয়ারেন্ট জারি ছিল।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর উদ্দিন স্বীকার করে, তার বসতঘরের দ্বিতীয় কক্ষে একটি স্যু-কেইচের নিচে অস্ত্র লুকানো আছে। পুলিশ পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কৌশলে প্রস্তুত করা রামদা উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামি পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করত। এই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান সফল হওয়ায় এলাকায় পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে। জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাউজান থানা পুলিশ।