সাতক্ষীরার মাহমুদপুরে পোলট্রি খামারে হামলা, মুরগি লুট ও ভাঙচুরের অভিযোগ

আব্দুর রশিদ, সাতক্ষীরা:


সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গোয়ালপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি পোলট্রি খামারে হামলা, মুরগি লুট, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক ইয়াকুব আলী (৩৪) সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট গভীর রাতে মাহমুদপুর গ্রামের মো. সাইফুল্লাহ, হাবিবুর রহমান, ইনামুল হক, তুহিন, শাহাদাত হোসেনসহ ১৫–২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে খামারে হামলা চালান। তারা খামারের প্রায় ১৫০টি মুরগি লুট করে নিয়ে যান, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এছাড়া ভাঙচুর চালিয়ে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ইয়াকুব আলী জানান, জমি নিয়ে পূর্বে একটি মামলা হলে আদালত তার পক্ষে রায় দেন। এরপর থেকেই প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার রাতে অভিযুক্তরা তার খামারে হামলা চালিয়ে বসতবাড়ির সামনেও ভাঙচুর চালায়। তিনি বাধা দিতে গেলে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে অভিযুক্তরা তখনই পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “রাত দুইটার দিকে ভাঙচুরের শব্দ শুনে বাইরে এসে দেখি ১৫–২০ জন মুখে কাপড় বেঁধে খামারে তাণ্ডব চালাচ্ছে।”

আরেক বাসিন্দা সাব্বির হোসেন বলেন, “সাইফুল্লাহ ও হাবিবুর রহমান দেশীয় অস্ত্র নিয়ে খামারে হামলা চালান। ইয়াকুব আলীর চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”

অভিযোগ থেকে জানা যায়, জমি দখলের চেষ্টা নিয়ে চলমান উত্তেজনার সূত্রপাত। এ নিয়ে ইয়াকুব আলী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি অভিযোগ দায়ের করেন। ওই মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ দখল বজায় রাখার নির্দেশ দেন এবং স্থানীয় থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *